• মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

logo-Left মাগুরা পৌরসভা, মাগুরা ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

নগর সভ্যতার ক্রমবিকাশের পথ ধরে স্বাধীনতা পূর্ব সময়ের এতদ্ অঞ্চলের টাউন কমিটি ১৯৭২ সালে মাগুরা পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা পায়। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা’র প্রশাসনিক মানচিত্রে এক অনবদ্য সৃষ্টি মাগুরা পৌরসভা। মাগুরা জেলার উত্তরে রয়েছে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর ও নড়াইল, পূর্বে ফরিদপুর এবং পশ্চিমে ঝিনাইদহ জেলার অবস্থান। ১৯৮৪ সালের পূর্বে মাগুরা বৃহত্তর যশোর জেলার অন্তর্ভূক্ত একটি মহোকুমা হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪ সালে ‘মাগুরা’ জেলায় রুপান্তরিত হয়। ঐ একই বছরে মাগুরা পৌরসভা “খ” শ্রেণীতে উন্নিত হয় এবং ১৯৯৩ সালে তা “ক” শ্রেণীর মর্যাদা লাভ করে বর্তমান সময় অতিক্রম করে যাচ্ছে। ৪৪.৩৬ বর্গ কি.মি. আয়তনের এ পৌরসভায় রয়েছে ১,১৪,০৫৪ জন লোকের বাস। জনশুমারী ২০২২ অনুযায়ী মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৫৩০৯৩ জন এবং মহিলা ৫৩৩৩৬ জন মোট জনসংখ্যা ১০৬৪২৯। নবগঙ্গা, কুমার নদী সমূহ পৌর এলাকার সৌন্দর্য বর্ধণে এক নান্দনিক মাত্রা সৃষ্টি করেছে। বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান মাগুরা পৌরসভার-ই এক কৃতি সন্তান। তিন তলা বিশিষ্ট নতুন পৌর ভবনে পৌরসভার দাপ্তরিক কর্মকান্ড পরিচালিত হয়। নিয়মিত কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১০৭ জন। এ জনবল দিয়ে পৌরসভা স্থানীয় সরকার ব্যবস্থায় নাগরিক সেবাদানে এক নজির সৃষ্টির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্ণধার হিসেবে পৌরসভার অভিভাবকত্ব করছেন পৌরসভার প্রশাসক জনাব মোঃ আব্দুল কাদের।

প্রশাসক
মোঃ আব্দুল কাদের
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

29265
Visit Today : 76
Visit Yesterday : 74
This Month : 1120
Total Visit : 29265
Total Hits : 183258

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   20-03-2025 06:44:53

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২